মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নির্বাহী সদস্য, মাদরাসা প্রধান ও সহপ্রধানদের সাথে মতবিনিময় করেছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চরফ্যাসন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দাখিল, আলীম, ফাযিল ও কামিল মাদরাসা প্রধান, সহপ্রধান এবং জামিয়াতুল মোদার্রেছীন নির্বাহী সদস্যগণ অংশগ্রহণ করেন। এসময় মাদরাসা শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন যুক্তিক দাবি-দাওয়া উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি'র বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা এতো সুসংগঠিত দেখে আমি অভিভূত। তিনি কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ছাত্রী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের সহযোহিতা কামনার পাশাপাশি তাদের দাবিগুলো পালনের আশ্বাস দেন।