ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঝালকাঠি বিসিকে নতুন শিল্পে মিলছে কর্মসংস্থান

দেশবার্তা

আমাদের বার্তা, ঝালকাঠি 

প্রকাশিত: ২০:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ঝালকাঠি বিসিকে নতুন শিল্পে মিলছে কর্মসংস্থান

বদলে যেতে শুরু করেছে ঝালকাঠি বিসিক শিল্প নগরীর দৃশ্যপট। নতুন নতুন উদ্যোক্তারা ঝুঁকছেন নানারকম ক্ষুদ্র শিল্প ও বিভিন্ন পণ্যের কারখানা নির্মাণে। ফলে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য বেকারদের। 

এক সময়ের প্রাচীন বাণিজ্যিক বন্দর ঝালকাঠিতে আড়দ্দারী ব্যবসা ছাড়া ক্ষুদ্র ও মাঝারী শিল্প ঝিমিয়ে পড়েছিলো। তবে বিসিক শিল্পনগরী স্থাপনের পর উদ্যোক্তারা বিভিন্ন শিল্পের কল-কারখানা স্থাপনে ঝুঁকে পড়েছে। ফেলে দেয়া প্লাস্টিককে রিসাইকেলিংয়ের মাধ্যমে সুতোর কারখানা, সরিষার তেলসহ বর্তমানে বেশ কটি কারখানা চালু হওয়ায় কয়েকশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লবণ, প্লাস্টিক, ইলেক্ট্রিক, পাইপসহ আরো ৪০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কাজ চলছে। ফলে উদ্যোক্তাদের ব্যবসার প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ মিলছে স্থানীয় সাধারণ মানুষের।

স্থানীয় দেলোয়ার হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, শহরতলীর প্রতাপ এলাকায় বিসিক স্থাপিত হয়েছে। আগে এলাকাটি একটি নিঝুম গ্রামের মতো ছিলো। এখন বিসিককে কেন্দ্র করে আশপাশের এলাকায়ও দোকানপাট-পাকাঘর বাড়ি উঠে গেছে। ফলে আমাদের এলাকায় অনেকেরই কাজের সুযোগ হয়েছে।

সারেং ফার্নিচারের কারখানায় কাজ করেন ৮০ জন শ্রমিক। সারাদেশে সৌখিন ও অফিস ফার্নিচার সরবরাহ করে এ প্রতিষ্ঠানটি। রহমত নামের এখানের এক শ্রমিক দৈনিক আমাদের বার্তাকে বলেন, আগে বেকার ছিলাম। অর্থনৈতিক সামস্যায় জর্জরিত ছিলাম। বিসিকের এই ফার্নিচারের কারখানায় কাজ করে এখন সংসার ভালো চলছে।

ঝালকাঠি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. আল-আমীন দৈনিক আমাদের বার্তাকে বলেন, খুব শিগগিরই এ শিল্পনগরীতে সবগুলো শিল্প কল-কারখানা চালু হতে যাচ্ছে। পায়রা বন্দর ও পদ্মা সেতুকে ঘিরে ঝালকাঠির এই শিল্পনগরী একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।

প্রসঙ্গত, ২০১৮ খ্রিষ্টাব্দে ১১ একর জমির ওপর যাত্রা শুরু করা ঝালকাঠি শিল্প নগরীতে মোট ৭৯টি প্লট রয়েছে। এরমধ্যে ৫২টি প্লট উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়