১৯৬৯ খ্রিষ্টাব্দে স্থাপিত কুড়িগ্রাম প্রেসক্লাবের দোতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুর নতুন ভবনের ভিত্তিপ্রস্থর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. ফরিদুল ইসলাম, পুলিশ সুপার আসাদ আল মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনে হলরুম, অফিস কক্ষসহ দোতলা বিশিষ্ট কুড়িগ্রাম প্রেসক্লাবের একটি আধুনিক ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়।