পিরোজপুরের স্বরূপকাঠিতে দুই দিনের ব্যবধানে আবারো আগুনে পুড়লো ৯টি বসতঘর। এর মধ্যে ৮টি সম্পূর্ণ এবং ১টি বসতঘর আংশিক পুড়ে গেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্বরূপকাঠি পৌর সভার ৪ নং ওয়ার্ডের জগন্নাথকাঠি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই এলাকার আব্দুল জলিলের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানা গেছে।
সূত্র জানায়, ওই এলাকার আব্দুল জলিলের বসতঘরে আগুন দেখে স্থানীয়রা চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনে আব্দুল জলিলের, মো. কালামের দোতলা, রাশেদুলের, মো. জাকিরের, মো. নজরুল ইসলামের, সাহানা বেগমের, মো. আবু হানিফের, মো. মিন্টু মিয়ার বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায় এবং মো. জাহিদ হোসেনের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার আব্দুস সালাম জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদুত্যিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে ছারছিনা বাসস্ট্যান্ড মার্কেটে সংগঠিত এক অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।