রাজধানীর শাহবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে আগুন দেয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আগুন নির্বাপণ করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।