ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

দেশবার্তা

আমাদের বার্তা, কাঠালিয়া

প্রকাশিত: ২১:১৯, ১৭ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে গত শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্য, ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জমান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো, কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন প্রমুখ।
 এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে ছিলো মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

জনপ্রিয়