ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভৈরব নদে ৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

দেশবার্তা

আমাদের বার্তা, যশোর

প্রকাশিত: ২০:২৪, ১৬ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

ভৈরব নদে ৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১১টায় এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি ঢুকে যায়। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিলো। যার আনুমানিক দাম প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা। 

এমভি পূর্বাঞ্চলের মাস্টার মো. এনায়েত হোসেন জানান, জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন নোঙর করা ছিলো। গত ৬ জানুয়ারি নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জেএইচএম গ্রুপের আমদানি করা ৭০০ টন কয়লা নিয়ে হাড়-বাড়িয়া থেকে রওনা হয়ে ৭ জানুয়ারি ভাটপাড়া খেয়াঘাটের পাশে নোঙর করে। নয় দিন পর মঙ্গলবার সকাল ১১টায় জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে যায়। 
 
জেএইচএম-এর নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদিশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। 
 

জনপ্রিয়