রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।
এখন পর্যন্ত আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।