ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট

দেশবার্তা

আমাদের বার্তা, কাঠালিয়া

প্রকাশিত: ২০:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

কাঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট

ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ। গত রোববার উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় আমুয়া ইউনিয়ন পরিষদ একাদশ শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৫৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। 

পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফাতেমা খানম, শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস প্রমুখ। 

যুব সমাজকে নেশা থেকে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার এ খেলার আয়োজন করেন। এতে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করেছেন। খেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।

জনপ্রিয়