বিরলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময় একটি কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বে থাকা অবস্থায় এক শিক্ষক পার্শ্ববর্তী উপজেলা শহরে ভাত খাওয়ার জন্য যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিরলে ভোট গ্রহণ চলাকালীন সময় উপজেলা নির্বাচনের দামাইল ভোট কেন্দ্রের পোলিং অফিসার হায়দার আলীকে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গাস্থ এলাকায় অবস্থিত বেড়ার হোটেলে দেখা যায়। হায়দার আলী বিরলের দামাইল ভোট কেন্দ্রের পোলিং অফিসার ও একই উপজেলার পাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে হায়দার আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ভাত খাওয়ার জন্য সদর উপজেলার বেড়ার হোটেলে এসেছি। আমি ভাত খাওয়ার জন্য আসতেই পারি।
এ বিষয়ে দামাইল ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা জানান, নির্বাচনের ভোট চলাকালীন সময়ে পোলিং অফিসার কেন্দ্রের বাইরে যাওয়ার কথা না। যদি তিনি ভাত খাওয়ার জন্য পার্শ্ববর্তী উপজেলা শহরে যেয়ে থাকেন, তাহলে বিষয়টি দেখা হচ্ছে।