বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার কো-আহ্বায়ক সুশীল চন্দ্র মিন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি সুনীল বরণ হালদার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা দাস গুপ্ত আশিষ, বরিশাল আঞ্চলিক কমিটির সহ সভাপতি সঞ্জয় কুমার খান, বরিশাল আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মো. আসাদুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক সেলিনা পাপড়ি, চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম এম তারেকুজ্জামান।
সভাশেষে প্রধান অতিথি আগামী তিন বছরের জন্য আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিন্ত্রীকে সভাপতি ও চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ঘোষণা দেন।