ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ১৫ জুলাই ২০২৪

সর্বশেষ

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতি মামলার এক আসামিকে ধরতে নদীতে ঝাঁপ দিয়ে রেজাউল ইসলাম ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। গতকাল সোমবার সকাল এগারটার দিকে হাটিকুমরুল ইউনিয়নের সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। রেজাউল রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলার মো. তোজাম্মেল হকের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রায়গঞ্জ থানার ডাকাতি মামলার এক আসামিকে ধরতে এসআই রেজাউলসহ পাঁচজন অভিযানে যান। আসামিকে ধরে আনার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পোষাক পরিহিত অবস্থায় নদীতে ঝাঁপ দেন এস আই রেজাউল। এক পর্যায়ে নদীর অপর তীরে পৌঁছালেও দ্রুত শ্বাস-প্রশ্বাসের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল রেজাউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, রেজাউল একজন পেশাদার ও নির্ভীক পুলিশ অফিসার ছিলেন। বিকেলে পুলিশ লাইন্সে তাঁর জানাজা শেষে মরদেহ নওগাঁ জেলায় পত্নীতলায় তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ছিলেন রেজাউল। সম্প্রতি সদর থানা থেকে রায়গঞ্জ থানায় বদলি হন তিনি। ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে তাঁর মত দক্ষ ও চৌকস পুলিশ অফিসার বিরল।

 

জনপ্রিয়