ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১ আগস্ট ২০২৪

সর্বশেষ

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি

রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলক কম। বেশি বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি থাকতে পারে আরও অন্তত দুই দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.আবদুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি শুরু হয়েছে, তা অন্তত আরও দুই দিন চলবে। এরপর দিনকয়েকের বিরতিতে আবার বৃষ্টি শুরু হতে পারে।

গত জুলাই মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিতে সিলেট ও উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমে আসে। শেষ সপ্তাহের দিকে বিভিন্ন অঞ্চলের তাপপ্রবাহ শুরু হয়। তবে তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় জুন মাসে। তবে চলতি বছর জুন মাসে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে জুলাই মাসে আশানুরূপ বৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

জনপ্রিয়