ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিক্ষোভে উত্তাল সিলেট

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

বিক্ষোভে উত্তাল সিলেট

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন তারা। 

আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অবস্থান করতে দেখা গেছে। বিকেল ৩টায় শহীদ মিনার ছেড়ে চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে নগরীর জিন্দাবাজার-আম্বরখানা ও রিকাবীবাজার-নয়াসড়ক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীদের ঠেকাতে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। এর আগে দুপুর থেকে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে তাদের। এছাড়া শিক্ষার্থীদের ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে আছেন। এ অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে চৌহাট্টা এলাকায়। বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে পারছেন। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন। আশা করি তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হবে।

জনপ্রিয়