ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দীননাথ সেন রোড এখন আনাস সড়ক

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১০ আগস্ট ২০২৪

সর্বশেষ

দীননাথ সেন রোড এখন আনাস সড়ক

পুরান ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের নাম পরিবর্তন করে শহীদ আনাস সড়ক রাখা হয়েছে। সম্প্রতি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে স্থানীয় কিশোর আনাসের মৃত্যু হয়। তার ছবি সম্বলিত শোক ব্যানার টানানো হয়েছে।

শোক ব্যানারে লেখা রয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আনাসের মৃত্যুতে তার স্মরণে এই নিকেতন এলাকার ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর সড়কের দীননাথ সেন রোড নাম পরিবর্তন করে ‘শহীদ আনাস সড়ক’ নামে নামকরণ করা হলো। সৌজন্যে: নিকেতন এলাকাবাসী, গেন্ডারিয়া, ঢাকা।’

নিহত আনাসের ডেথ সার্টিফিকেটে দেখা গেছে, সে ৫ আগস্ট আন্দোলন করতে গিয়ে মারা যান। তার পুরো নাম, শাহারিয়া খান আনাস। তিনি আন্দোলনে যাওয়ার আগে মা, বাবার উদ্দেশে একটি চিরকূট লিখে গেছেন।

প্রসঙ্গত, দীননাথ সেন ছিলেন একজন বাঙালি সমাজ সংস্কারক, শিক্ষক এবং সাংবাদিক। তিনি ঊনবিংশ শতকে ঢাকার শিক্ষা-সংস্কৃতিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের ঢাকা শহরের প্রথম বাংলা সংবাদপত্র ঢাকাপ্রকাশের দ্বিতীয় সম্পাদক ছিলেন তিনি।

দীননাথ ১৮৬১ থেকে ১৮৬৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত পোগোজ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি এ বিদ্যালয়ের প্রথম বাঙালি প্রধান শিক্ষক। ১৮৬৬ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেন। পূর্ববঙ্গের স্কুলগুলোর ডেপুটি ইন্সপেক্টর হিসেবেও কিছুকাল দায়িত্ব পালন করেন। তারসহ আরো কয়েকজনের প্রচেষ্টায় ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র ঢাকাপ্রকাশ প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।

পরবর্তীতে দীননাথ পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৮৫৮ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন ব্রাহ্ম স্কুল (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়), স্ত্রী শিক্ষা সভা ও ইডেন স্কুল প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম।

জনপ্রিয়