গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নিয়েও বাঁচানো গেলো না বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সুপর্ণা দাশকে। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্রী ছিলেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পদার্থবিজ্ঞান চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম।
প্রাথমিকভাবে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদি উপজেলার পাতারহাট এলাকার নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল নগরীর শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে কিছু সময় চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিতে বলেন। ঢাকা নেবার পথে তার অবস্থা বেশি খারাপ হলে পুনরায় শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ৪ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।