ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নিহতদের স্মরণে অনুষ্ঠান, সৌদিতে ৮ জন কারাগারে

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:২০, ৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

নিহতদের স্মরণে অনুষ্ঠান, সৌদিতে ৮ জন কারাগারে

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন সৌদি আরবের আবহা ও মাহাইল এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। পরে সেখানে ‘আইন অমান্যের’ অভিযোগ তুলে ৮ বাংলাদেশি প্রবাসীকে ধরে নিয়ে যায় সৌদি পুলিশ। তাঁরা সবাই চট্টগ্রামের বলে জানা গেছে।

এ ঘটনায় ৮ প্রবাসীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্বজনেরা। গ্রেফতার আট প্রবাসী হলেন বাঁশখালীর জয়নুল আবেদীন, রহমত উল্লাহ, খলিলুর রহমান ও ওমর ফারুক, সাতকানিয়ার সামিউল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সেলিম-উল-ইসলাম ও বান্দরবানের মো. আশরাফুল ইসলাম। তাঁদের মধ্যে কয়েকজন পরিবারসহ সৌদি আরবে রয়েছেন।

গ্রেফতার প্রবাসী জয়নুল আবেদীনের মেয়ে মিফতাহুল জান্নাত জেসি মানববন্ধনে বলেন, ‘আমার বাবা ১৫ বছর ধরে সৌদি আরবে আছেন। তিনিই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন তিনি ছাত্র-আন্দোলনে নিহত আর আহতদের পক্ষে কথা বলতে গিয়ে সৌদি আরবে গ্রেফতার হয়েছেন। আজ অনেক দিন বাবার কোনো খবর পাচ্ছি না। আমাদের প্রতিটি মুহূর্তই যাচ্ছে যন্ত্রণায়।’

জনপ্রিয়