ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঠালিয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

দেশবার্তা

আমাদের বার্তা, কাঠালিয়া(ঝালকাঠি)

প্রকাশিত: ২১:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

কাঠালিয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

ঝালকাঠিরকাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. সুলতান আহম্মদ খান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আহম্মেদ খান (৮০) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত্যু ওয়াজেদ আলী খানের ছেলে। হামলায় একই বাড়ীর আফজাল হোসেন খান (৫৫), মো. হেলাল খান (৪৫), হেলেনা বেগম (৩৭) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উত্তর আওরাবুনিয়া গ্রামের মনির হোসেন হাওলাদার স্বপন হাওলাদার এবং শহীদুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো সুলতান আহম্মেদ খানের। শনিবার সুলতান আহম্মেদের বাড়ীর সামনে জমিতে আমন ধানের বীজ রোপন করতে আসে মনির হোসেন, ইলিয়াস, জাকির ও বাচ্চু হাওলাদারসহ বেশ কয়েকজন। এ সময় সুলতান আহম্মেদের বাড়ীর আফজাল হোসেন, হেলাল খান, হেলেনা বেগম ও ভাজিতার স্ত্রী রুমা বেগম তাদের বাধা দিলে, তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে বাঁচাতে সুলতান আহম্মেদ এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর  আহত সুলতান আহম্মেদসহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কত্যর্বরত চিকিৎসক সুলতান আহম্মেদ খানকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের সেখানে চিকিৎসাধী দেয়া হচ্ছে। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মো. মনির হোসেন হাওলাদার (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়