ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাহুল গান্ধী।তার এই বক্তব্য কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে চরমপন্থিদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’

তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।’

কংগ্রেসের এই নেতা বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।’

প্রসঙ্গত, চার দিনের অনানুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান রাহুল গান্ধী। গত মঙ্গলবার ছিল তার সফরের শেষ দিন।

জনপ্রিয়