ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আজও বন্ধ রয়েছে ১৮ পোশাক কারখানা

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

আজও বন্ধ রয়েছে ১৮ পোশাক কারখানা

আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উৎপাদন চলছে। তবে আজও বন্ধ রয়েছে ১৮টি পোশাক কারখানা। যার মধ্যে ১১ অনির্দিষ্টকালের জন্য বন্ধ; বাইক সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সচল কারখনাগুলোতে শ্রমিকরা সকালেই যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে। তবে বকেয়া বেতনের দাবিতে, আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস ও ঢংলিওন নামের দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘নবীনগর-চন্দ্রা মহাসড়ক’ অবরোধ করে রাখে। শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে র‍্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

গাজীপুর শিল্পাঞ্চলের কর্ম পরিবেশ উন্নতি হচ্ছে। আজও বন্ধ ৪টি কারখানা। গতকাল বন্ধ থাকা ৫টি কারখানায় সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক।

জনপ্রিয়