ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ছুটি শেষে রাজধানীতে যানজট, ভোগান্তিতে মানুষ

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১৪ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ছুটি শেষে রাজধানীতে যানজট, ভোগান্তিতে মানুষ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সব অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। কর্মস্থলে যোগ দিতে শহরে ফিরেছেন অনেকেই। আর এতে করে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ। ফলে আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। 

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সরজমিনে দেখা গেছে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মারুফ ইসলাম বলেন, কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। অফিস ৯টায়, তবে কখন পৌঁছাবো জানি না।

সালেহা আক্তার নামে আরেক নারী কর্মী জানান, এক ঘণ্টা আগে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না। গত চার দিনের ‍ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরোনো রূপ।

গত কয়েকদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সেসব সড়কে এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

প্রসঙ্গত, ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা। 

জনপ্রিয়