নোয়াখালী সদর উপজেলায় দেশি অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।
এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী সোমবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচ জনকে আটক করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে অভিযুক্তদের কারাগারে পাঠানো হবে।’
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।’