ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইসকন নেতাসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, প্রত্যাহারে আল্টিমেটাম

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১০:৫৫, ১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ইসকন নেতাসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, প্রত্যাহারে আল্টিমেটাম

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এই মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাকি আসামিরা হলেন- চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী, গোপাল দাশ টিপু, ডা. কথক দাশ, প্রকৌশলী অমিত ধর, রনি দাশ, রাজীব দাশ, কৃষ্ণ কুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী রাজীব, মিথুন দে, রুপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাশ, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। এ ছাড়া মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ হিন্দু নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নগরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে শুক্রবার (১ নভেম্বর) দেশের ৬৪ জেলায় সমাবেশ এবং রবিবার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, আগামী সোমবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

জনপ্রিয়