ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রাম

যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৫:৫০, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫২, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০

চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা-এসিড নিক্ষেপ এবং গভীর রাত পর্যন্ত অভিযানে আটকের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে যৌথবাহিনী।

তারা জানিয়েছে, হামলায় সেনাবাহিনীর পাঁচ জন ও পুলিশের সাত সদস্যসহ মোট ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ৮০ জনকে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় নগরীর দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল ফেরদৌস আহমেদ।

এ সময় মো. ফেরদৌস আহমেদ বলেন, ফেসবুকে ইসকন বিরোধী পোস্ট দেয়া নিয়ে ওসমান আলী নামে এক ব্যবসায়ীকে হত্যা ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ৫০০-৬০০ দুর্বৃত্ত জড়ো হয়। এ সময় খবর পেয়ে জানমাল ও গণপিটুনি রোধে যৌথবাহিনী ঘটনাস্থল হাজারী গলিতে যায়। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও ইটপাটকেল কাঁচের বোতল ছুঁড়ে মারে।

এতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ ১২ জন আহত হন। বর্তমানে তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেয়া হচ্ছে।

কর্নেল ফেরদৌস আহমেদ আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ৯টা থেকে রাতভর অভিযানে ৮০ জনকে আটক করা হয়।

এদিকে ঘটনার পর আজ সকাল হতে হাজারী গলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ মানুষ। বন্ধ রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান। তদন্তের স্বার্থে দোকানপাট সিলগালা করা হলেও, তদন্তের পর তা শিগগিরই খুলে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জনপ্রিয়