ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কলেজছাত্রকে কু*পিয়ে জ*খম, ২০ বাড়িতে হামলা

দেশবার্তা

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ১৬:০৬, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

কলেজছাত্রকে কু*পিয়ে জ*খম, ২০ বাড়িতে হামলা

কুমিল্লা নগরীতে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কলেজ ছাত্র রাহাত হোসেন জয়কে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রুট হিসেবে ব্যবহার করেন। এ নিয়ে এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও তার ছোট ভাই সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় রাহাত হোসেন ঘর থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় হামলাকারীরা।

স্থানীয়রা অভিযোগ, নগরের মৌলভীপাড়ার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী। তিনি মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জানতে যুবদল কর্মী জুম্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টার করা হলে তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, জুম্মন যুবদল কর্মী। তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে।

রাহাতের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে আহত করেছে।

জয়কে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যা কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এই হামলার বিচার দাবি করেন।

ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়