বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী সাতদিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ’৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন মিনু।