ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১২:৫৯, ৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

চট্টগ্রামে হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে ওই মামলা করে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তারেক আজিজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ওসমান আলী নামে এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নগরীর হাজারী লেনে কয়েকশ মানুষের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হয়। সেখানে যৌথ বাহিনীর ছয়টি দল পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় জমায়েতকারীরা। এক পর্যায়ে যৌথবাহিনীর ওপর অতর্কিত হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এতে সেনাবাহিনীর পাঁচজন ও নয় পুলিশ সদস্য আহত হয়।

চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে যৌথবাহিনীর ওপর অতর্কিতভাবে হামলার ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

জনপ্রিয়