ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

দেশবার্তা

আমাদের বার্তা, কক্সবাজার

প্রকাশিত: ১৬:৩৬, ১২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের ভেতরে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

স্থানীয়রা বাসিন্দারা বলছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। এ রকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 

জনপ্রিয়