ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মির্জা ফখরুল

দেশবার্তা

আমাদের বার্তা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:০২, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে এই সরকারের প্রতি আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি যাতে সংস্কারের কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বকড়ি হাটে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য অন্য তত্ত্বাবধায়ক সরকারের মত নয় উল্লেখ করে ফখরুল বলেন, ‘নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে আর বিতর্কের সৃষ্টি না হয়। বিষয়গুলোকে রাজপথে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
 
ফ্যাসিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে দাবি করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে দলটি। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ১৫ বছর ধরে লড়াই করেছিল এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।’

‘বিএনপির ৭০০ নেতাকর্মী গুম ও কয়েক হাজার প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়াকে ছয়বছর কারাগারে থাকতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, বললেন মির্জা ফখরুল।
 
অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে সরকারকে সময় দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে ১৬ বছরের জঞ্জাল সরিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়াতে ভিত্তি স্থাপন করার।’
 

জনপ্রিয়