ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সড়ক অবরোধ প্রত্যাহার করলো শ্রমিকরা

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১০:৪২, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১০, ১৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সড়ক অবরোধ প্রত্যাহার করলো শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল কারখানার শ্রমিকরা। পরে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানায় গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ হয়। একপর্যায়ে শ্রমিকরা মিছিল করে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

তখন মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এতে আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর সাড়ে ১০টার দিকে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয়