ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের সড়ক অবরোধ

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১৪:৩৪, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৬, ১৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে জৈনা বাজার কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, আবদার এলাকায় এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে। শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন ও নভেম্বরের কয়েক দিনের বেতন বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক রায়হান মিয়া জানান,  শ্রমিকেরা অক্টোবর মাসের বকেয়া বেতন পাবে। এখনো অক্টোবর মাসের বেতন পায়নি। বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে আন্দোলন করছে।

তিনি বলেন, শিল্প পুলিশের উপ পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

জনপ্রিয়