ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১২:০৯, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১১, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অক্টোবরের বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা বলেন, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ওই পার্কে পোশাক তৈরির কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোক কাজ করেন।

প্রতি মাসে তাঁদের বেতন দিতে হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।

গত শুক্রবার কারখানা বন্ধ থাকায় সে দিন কোনো আন্দোলন হয়নি। এরপর গতকাল শনিবার থেকে আবার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প–পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক ছাড়তে নারাজ।

বেক্সিমকোর শ্রমিক ফজলুল হক বলেন, কয়েক মাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাচ্ছি না। প্রতি মাসে এভাবে বেতন নিতে ভালো লাগে না। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না।

আরেক শ্রমিক মো. কাজিমুদ্দিন বলেন, বেতন না দিলে সড়ক থাইকা যাইতাছি না। সড়ক বন্ধ না করলে সরকারের টনক নড়ে না। হেরা আমাগো কথা হোনবার চায় না।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
 

জনপ্রিয়