ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আ*গুন

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১২:১৪, ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১৫, ২০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আ*গুন

গাজীপুরে ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চন্দ্রা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ, কার্টন তৈরি করা হতো। গতকাল রাত দেড়টার দিকে হঠাৎ কারখানাসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন দ্রুত কারখানার ভেতরে থাকা কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো কারখানায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিন, কাগজের বোর্ড, লাইনার, মিডিয়াম পেপার রোলসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে।

এ প্রসঙ্গে কারখানাটির মহাব্যবস্থাপক (জিএম) কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরি করা মালামাল ছিল, যা আজ বুধবার ডেলিভারি দেয়ার কথা ছিল। এ ছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপার রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। আগুনে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

জনপ্রিয়