চট্টগ্রামে সিআরবিতে যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র, মাদক, নগদ ১৫ লাখ টাকাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোরে নগরীর সিআরবি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বেশ কিছু ঘরে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১৫ লাখ টাকা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত সন্দেহে আটক করা হয় চারজনকে।
মাদক সম্রাট ইদুকে ধরতেই এই অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ে নের্তৃত্ব দিচ্ছেন এই ইদু। অভিযানে তাঁকে বাসায় পাওয়া না গেলেও, উদ্ধার হয়েছে মাদকদ্রব্য। ইদুর বোন হিরুনী বেগমকেও আটক করে যৌথবাহিনী।
টাস্কফোর্স-৪ এর অধীনে পরিচালিত এই অভিযান আগামীতেও চলবে, জানিয়েছেন ফজলুল কাদের চৌধুরী।