ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও ক্রসিং এর কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ৬০১ নম্বর মালবাহী কনটেইনার ট্রেন বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি সদর উপজেলার বড়হরণ এলাকা অতিক্রমের সময় লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেলা তিনটার দিকে উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে। তবে চট্টগ্রাম অভিমুখী ডাউনলাইনে সব ট্রেন চলাচল করছে। এতে ট্রেনগুলো কিছুটা বিলম্বে চলাচল করছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন বলেন, একটু আগেই উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছেছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে। ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এতে ট্রেন কিছুটা বিলম্বে চলাচল করছে। তবে কোথাও কোনো ট্রেন আটকা পড়েনি।