ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩৩, ২১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রাফিক্স কারখানার শ্রমিকেরা তাদের কারখানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নিলে দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গেল রাতে কারখানা ছুটির পর ওই কারখানার একটি শ্রমিকবাহী বাস ধামরাইয়ের খাগুর্তা নামকস্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ শ্রমিক মারা যান। এতে আহত হন আরও অন্তত ১৪ শ্রমিক।

শ্রমিকের জানান, এই ঘটনায় আজ সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত, কারখানায় একদিনের সাধারণত ছুটিসহ ৩ দফা দাবি জানিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়