ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দুপক্ষের সংঘ*র্ষ থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

দেশবার্তা

আমাদের বার্তা, শরীয়তপুর

প্রকাশিত: ১৪:১১, ২১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

দুপক্ষের সংঘ*র্ষ থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

শরীয়তপুরের ডামুড্যায় দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথার কাটাকাটি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে যান। একপর্যায়ে একটি লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামে এক বৃদ্ধ আঘাত পেয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়