ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আদালত চত্বরে শাজাহান খানকে ফুলের মালা

দেশবার্তা

আমাদের বার্তা, মাদারীপুর

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আদালত চত্বরে শাজাহান খানকে ফুলের মালা

মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা আদালতে হাজির করা হয়। পুলিশের একটি প্রিজন ভ্যান তাদের নিয়ে আদালত চত্বরে এসে পৌঁছলে ভ্যানটি ঘিরে ধরেন শাজাহান খান ও সোবহানের অনুসারীরা। প্রিজন ভ্যান থেকে নামার পর তাদের দুজনকে ফুলের মালা পরিয়ে দেন তারা। এ সময় তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন আওয়ামী লীগ কর্মীরা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ উল হাসান চৌধুরী আদালতে হাজির করে দুই আসামির জামিনের আবেদন করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেওয়া হয় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। শাজাহান খান ও আব্দুস সোবাহন গোলাপ একাধিক হত্যা মামলায় দীর্ঘদিন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত দীপ্ত ও তাওহীদ সন্নামত হত্যা মামলার আসামি ছিলেন সাবেক এ দুই সংসদ সদস্য। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় তাদের। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় দুজনকে।

আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বলেন, আমরা আসামিদের জামিন আবেদন করলে আদালত দুজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

জনপ্রিয়