ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে

দেশবার্তা

আমাদের বার্তা, পঞ্চগড়

প্রকাশিত: ১৩:৪৮, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে

পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। বুধবার রাতের গড় তাপমাত্রা বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি ছিল। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

জনপ্রিয়