বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া আল আমিন নামের এক রিকশাচালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে গত ১০ নভেম্বর দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গতকাল শনিবার রাতে সাবেক এই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে করে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাতে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হওয়ার যুবক আল-আমিনের বাবা পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার বাসিন্দা মো. মনু সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনসহ ১১ জনকে অভিযুক্ত করে একটি হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়।
পরে মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রীকে রোববার ওই মামলায় আদালতে হাজির করা হয়। পরে তিনি জামিন আবেদন করলে তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।