ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

দেশবার্তা

আমাদের বার্তা,  ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:৫৫, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৫, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা  ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন। 

এ সময় নির্বাচনের বিষয়ে তিনি  বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।  

তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারণা করেছে। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ প্রমুখ।
 

জনপ্রিয়