ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নি*হত ৩

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নি*হত ৩

ঢাকার সাভারে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যিাল কলেজ ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আহত অবস্থায় অন্য দুইজনকে উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিক্যাল ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেয়ার জন্য কাজ করছি।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

জনপ্রিয়