ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কৃষকদের সারের কোনো সংকট হবে না: কৃষি উপদেষ্টা

দেশবার্তা

আমাদের বার্তা, রংপুর 

প্রকাশিত: ১৯:০৮, ২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:০৯, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

কৃষকদের সারের কোনো সংকট হবে না: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপাতত সারের কোনো সংকট নেই। বীজেরও সংকট হবে না। সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে।

সোমবার  (২ ডিসেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জৈব সার ব্যবহার বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক ও কৃষি সংশ্লিষ্ট সবার। 

জিনিসপত্রের দাম কমানোর জন্য উৎপাদন বৃদ্ধিতে কর্মকর্তাদের মনিটরিং বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আসন্ন বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের বোরোর ফলন বৃদ্ধির চলমান প্রকল্পগুলোর উপর মনিটরিং জোরদার করতে হবে। এ বছর আলুর আবাদ অনেক বৃদ্ধি পাবে, তাই যারা আলুর বীজ না পাবেন, তারা উচ্চমূল্যের ভুট্টা ফসল আবাদ করবেন। 

উপদেষ্টা আরো বলেন, কৃষিতে প্রকল্প নেয়ার ক্ষেত্রে কৃষকের লাভ, কৃষির উন্নতি ও ফলন বাড়ানোর বিষয়কে প্রাধান্য দিতে হবে। এ বিষয়ে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

খাদ্য উৎপাদনে কৃষকের সাফল্য অনেক উল্লেখ করে তিনি বলেন, ৭ কোটির জায়গায় এখন জনসংখ্যা হয়েছে ১৮ কোটি। সেই সময়ের চেয়ে কম জমি দিয়ে আমরা খাবার যোগান দিতে সক্ষমতা রাখছি। 

এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতসহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
 

জনপ্রিয়