ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চিন্ময় দাশের জামিন শুনানি ২ জানুয়ারি

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১১:৪৩, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চিন্ময় দাশের জামিন শুনানি ২ জানুয়ারি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন মিলবে কি না, সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে এক মাস।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল। কিন্তু চিন্ময় দাশের পক্ষে কোনো আইনজীবী এদিন শুনানিতে দাঁড়াননি।

জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারক আগামী ২ জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করেছেন বলে চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান জানিয়েছেন।

এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগরের হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এরপর থেকে এই ইসকন নেতা চট্টগ্রাম কারাগারেই রয়েছেন।

জনপ্রিয়