ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রাম মহানগর বিএনপির সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৩:২৯, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩২, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর বিএনপির সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫টি সাংগঠনিক থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর একটি রেষ্টুরেন্টে নগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি বিলুপ্তের ঘোষণা দেন দলের আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো দ্রুত ও পর্যায়ক্রেম পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। 

দলের সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।

এছাড়া সভায় নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় ভারতে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদ জানানো হয়।

এর আগে দলকে পুনর্গঠনে গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয়