গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যাযনি।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।