গাজীপুরের কোনাবাড়িতে তৈরি পোশাক কারখানায় ছাঁটাই করা শ্রমিকরা পুনরায় চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ করছেন।
বুধবার (৪ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ছাঁটাই করা ৮৭ শ্রমিক পুনরায় তাদেরকে চাকরিতে বহালের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।
এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ছাঁটাই করা ৮৭ শ্রমিক পুনরায় তাদেরকে চাকরিতে বহালের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিকরা জানান, সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ৮৭ শ্রমিককে ছাঁটাই করে। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।
শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে করা হয়েছে। তারা অনতিবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ি জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ছাঁটাই করা শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হোসেন (রিপন) বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু তারা পুনরায় নিয়োগের দাবিতে কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করছে। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।