ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৮:০৬, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৯, ৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার

উচ্চ আদালতে জামিনের আদেশের পর অবশেষে কারামুক্ত হয়েছেন স্ত্রী হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হন তিনি।

কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম। 

তিনি বলেন, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার বিকেলে তাকে মুক্তি দেয়া হয়েছে।

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা ২০২১ খ্রিষ্টাব্দের ১২ মে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এরপর ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন তিনি। আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও তা না মঞ্জুর হয়। চলতি বছর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

গত ২৭ নভেম্বর তার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেন। আদালত শুনানি শেষে আজ জামিন বহাল রাখেন। এরপর তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়। 

তবে জেল থেকে বের হয়ে বাবুল আক্তার কোনো কথা বলেননি। পুলিশ পাহারায় তিনি চলে যান। তার পক্ষে আইনজীবী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 

এদিকে তার কারামুক্তির আগে কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করেন স্বজনরা। ভিড় করেন উৎসাহী লোকজনও। বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতির আগে চট্টগ্রামে কর্মরত ছিলেন।

জনপ্রিয়