ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশবার্তা

আমাদের বার্তা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৩, ৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৩, ৫ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক ড্রাইভার মালিক সমিতির সদস্যসচিব শামীম হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় এলোপাতাড়ি ট্রাক রেখে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেছেন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা। শামীম একই সঙ্গে শ্রমিক দলের কর্মী বলেও দাবি অবরোধকারীদের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। শামীমকে ছেড়ে না দিলে অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান শ্রমিকরা।

দুপুর সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে ট্রাক রেখে রাস্তা অবরোধ করে রাখতে দেখা গেছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।এর আগে বুধবার রাতে শামীমকে থানায় ডেকে নিয়ে হত্যা মামলা গ্রেফতার দেখায় ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীমকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা চেষ্টা করছি তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। আমাদের থানায় কোনো আসামি গ্রেফতার নেই। শুনেছি ফতুল্লা মডেল থানায় গ্রেফতার করা হয়েছে। যেহেতু এটি সদর থানার এলাকার মধ্যে, এখানে বিক্ষোভ অবরোধ না করতে বলা হয়েছে।

এদিকে ট্রাক ড্রাইভার মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়া জানান, একজন ট্রাক ড্রইভার ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্তা করা ঠিক হয়নি। শামীম শ্রমিক দলের সঙ্গেও আছেন। বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে টিপুকে বহিষ্কার করা না হলে আমরা নারায়ণগঞ্জে হরতাল ডাকবো।

জনপ্রিয়