ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএনপির সমাবেশে পলকের শ্যালিকা, ১ জনকে শোকজ

দেশবার্তা

আমাদের বার্তা, নাটোর

প্রকাশিত: ১৬:৫২, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৪, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বিএনপির সমাবেশে পলকের শ্যালিকা, ১ জনকে শোকজ

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে বসানোর ঘটনায় অবেশেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ৪৮ ঘণ্টার মধ্যে আনুকে জবাব দেয়া নির্দেশ দেয়া হয় ওই নোটিশে।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের স্বাক্ষরিক একটি নোটিশ শনিবার (৭ নভেম্বর) দুপুরে দেয়া হয় বিএনপির সূত্র নিশ্চিত করা হয়।

ডা. ফারজানা রহমান দৃষ্টি পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি।

শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। জনসভার মঞ্চের দ্বিতীয় লাইনে ডা. ফারজানা রহমান দৃষ্টি বসে ছিলেন। 

মঞ্চের এই বসে থাকার ছবি সমাজিক যোগযোগ মাধ্যমে ছরিয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ সাধারণ কর্মীরা গত ১৫ বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু।

তবে ডা. ফারজানা রহমান দৃষ্টির দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে মঞ্চে তুলে নেয়া হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনু জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। মৌখিকভাবে তিনি জেনেছেন।

জনপ্রিয়